বিকাশ হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিকাশের লেনদেন সমূহ বা বিকাশ স্টেটমেন্ট দেখার প্রয়োজন হয়। কিন্তু কিভাবে বিকাশ স্টেটমেন্ট দেখতে হয়? সেই নিয়ম না জানার কারণে অনেকেই বিকাশ স্ট্যাটমেন্ট (Bkash Statement) দেখতে পারে না।
সেজন্য আজকের আর্টিকেলে বিকাশ লেনদেন স্টেটমেন্ট দেখার নিয়ম বা কিভাবে বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করবেন? সে বিষয়ে একদম সহজ ভাবে দেখিয়ে দেওয়া হয়েছে।
তাই আর দেরী না করে চলুন মূল আর্টিকেল শুরু করা যাক।
বিকাশ লেনদেন স্টেটমেন্ট দেখার সম্পূর্ণ গাইডলাইন
নিচে ধাপে ধাপে বিকাশ একাউন্টের লেনদেন স্টেটমেন্ট দেখার বা ডাউনলোড করার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হলো:
ধাপ ০১: বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখার জন্য সর্ব প্রথম আপনার বিকাশ অ্যাপটিতে আপনার বিকাশ একাউন্টটি লগইন করে ওপেন করুন।

বিকাশ অ্যাপের হোমপেজে উপরে ডান দিনে বিকাশের Logo দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ‘স্টেটমেন্ট’ নামের একটি অপশন পাবেন এবং সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০২: ‘স্টেটমেন্ট’ এ ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে ‘স্টেটমেন্ট রিকোয়েস্ট’ নামের একটি দেখতে পাবেন ও সেটিতে ক্লিক করবেন। ক্লিক আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

এখানে পূর্বে যদি আপনি কোন বিকাশ লেনদেন স্টেটমেন্ট দেখে থাকেন সেগুলো প্রথমে দেখাবে। আর নিচের দিকে ‘নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট’ নামের একটি অপশন পাবেন। আমরা যেহেতু নতুন বিকাশ স্টেটমেন্ট দেখবো তাই নিচের অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ০৩: ‘নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট’ এ ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে দুইটি অপশন দেওয়া থাকবে। একটি হচ্ছে ‘সংক্ষিপ্ত স্টেটমেন্ট’ এবং অন্যটি হচ্ছে ‘বিস্তারিত স্টেটমেন্ট’। আপনার যেটা খুশি সেটি সিলেক্ট করে দিবেন। আমি দ্বিতীয়টি দিচ্ছি।
সিলেক্ট করে দেওয়ার পর নিচের ছবিটির মতোন আরও একটি ইন্টারফেইস পাবেন।

এখানে গত কতদিনের বিকাশ লেনদেন স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে বলছে। আমি গত ১৮০ দিনের বিকাশ লেনদেন স্টেটমেন্ট দেখতে চাচ্ছি তাই এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি।
অপশন সিলেক্ট করা হলে নিচে ‘কনফার্ম করুন’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন্
কনফার্ম করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

এখানে আপনি কতদিনের বিকাশ লেনদেন স্টেটমেন্ট এর জন্য রিকোয়েস্ট করেছেন সেটি দেখাচ্ছে। এখান থেকে আবার ‘কনফার্ম করুন’ অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৪: এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

এখানে বলা হয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যে আপনার বিকাশ লেনদেন স্টেটমেন্টি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে যাবে।

আপনার বিকাশ স্টেটমেন্টি প্রস্তুত হয়ে গেলে উপরের ছবির মতোন স্টেটমেন্টি ডাউনলোড করার অপশন পাবেন। এবং ‘ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। বিকাশ স্টেটমেন্ট পিডিএফ ফাইল (PDF File) হিসেবে ডাউনলোড হবে।
ধাপ ০৫: ডাউনলোড হয়ে গেলে পিডিএফ ফাইলটি ওপেন করবেন। ওপেন করতে গেলে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে। চিন্তার কিছু নেই। পাসওয়ার্ডের যায়গায় আপনি যে ফোন নাম্বারটি দিয়ে বিকাশ একাউন্ট তৈরি করেছিলেন সেই নম্বরটি দিয়ে ওকে করে দিলেই বিকাশ লেনদেন স্টেটমেন্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে যা দেখতে নিচের ছবিটির মতোন হবে।

বিকাশ লেনদেন স্টেটমেন্টে কি কি দেওয়া থাকে?
বিকাশ একাউন্টের লেনদেন স্টেটমেন্টে আপনি কবে বা কত তারিখে কোন সময়ে কার সাথে কত টাকা লেনদেন করেছিলেন এ বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
কোন বিকাশ নাম্বারে কত টাকা পাঠিয়েছেন, বিকাশ ক্যাশ ইন, বিকাশ ক্যাশ আউট, বিকাশ পেমেন্ট, বিকাশ সেন্ড মানি সহ যাবতীয় তথ্য বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পাবেন।
আরও পড়ুন:
- কিভাবে বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলবো? । বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ অ্যাপ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন নেয়ার নিয়ম
- কিভাবে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবো? | জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম | বিকাশ ডিপিএস খোলার নিয়ম
- বাটন মোবাইল দিয়ে বিকাশ থেকে যেকোনো সিমে রিচার্জ করার নিয়ম
উপসংহার: পরিশেষে বলা যায় যে, এই ‘বিকাশ লেনদেন স্টেটমেন্ট দেখার নিয়ম | Bkash Account Statement Download’ আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার বিকাশ একাউন্টের লেনদেন স্টেটমেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

![লেখক সাদাত হোসাইন এর উক্তিসমূহ ২০২৫ [৫০টি উক্তি]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/05/Screenshot_314.webp)
