বিকাশ বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। বিকাশের মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তে টাকা আদান-প্রদান করতে পারবেন।
তাছাড়া আপনি বিকাশের মাধ্যমে থেকে রেমিটেন্সের টাকাও আনতে পারবেন।
আগে বিকাশ একাউন্ট তৈরি করতে বা খুলতে গেলে আপনাকে অবশ্যই ১৮ বছর বয়স বা তার চেয়ে বেশি বয়স হতে হতো এবং অবশ্যই একটি জাতীয় পরিচত্র লাগতো।
তবে বর্তমানে যদি আপনার কাছে জাতীয় পরিচয় পত্র না থাকে এবং আপনি ১৮ বছর বয়সের কম হয়ে থাকেন তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদের কাগজ দিয়েই বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।
আজ এই আর্টিকেলে আমরা কিভাবে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবো?, জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার নিয়ম এই সব বিষয় নিয়ে আলোচনা করবো।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে কি কি লাগবে?
স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার কিছু ডুকুমেন্ট প্রয়োজন হবে।
স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা লাগবে:
- যে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবে তার জন্ম সনদ লাগবে।
- যে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবে তার বাবা বা মা যার একটি সক্রিয় বিকাশ একাউন্ট রয়েছে তার সম্মতি লাগবে।
- অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার থাকতে হবে।
- এবং বিকাশ এপ লাগবে।
জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার সঠিক নিয়ম
এবার আমরা ধাপে ধাপে দেখবো যে কিভাবে জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে হয়।
ধাপ ০১: আপনার ফোনে যদি বিকাশ এপ ইনস্টল করা না থাকে তাহলে ‘Google Play Store’ থেকে বিকাল এপটি ইনস্টল করে নিবেন।
তারপর এপটি ওপেন করবেন। বিকাশ এপটি ওপেন করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে ‘লগ ইন / রেজিস্ট্রেশন’ এবং আরেকটি অপশন হচ্ছে ‘বিকাশ নাম্বার পরিবর্তন’।
আপনি এখান থেকে প্রথম অপশন অর্থাৎ, ‘লগ ইন / রেজিস্ট্রেশন’ এই অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ০২: ‘লগ ইন / রেজিস্ট্রেশন’ এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন আরেকটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন। নিচে ‘পরবর্তী’ অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন।
তারপর আপনাকে সিম অপারেটর সিলেক্ট করে দিতে বলবে। অর্থাৎ যে কোম্পানির সিম তা সিলেক্ট করে দিবেন।

ধাপ ০৩: সিম অপারেটর সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেইস আসবে।

এখানে বলতেছে যে আপনি ’জাতীয় পরিচয়পত্র’ নাকি ’জন্ম সনদ’ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন। আমরা যেহেতু জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলবো তাই ‘জন্ম সনদ’ অপশনটিতে ক্লিক করবেন।
তারপর আপনার সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি দিয়ে দিবেন।
বি:দ্র: যে সিমে বিকাশ একাউন্ট খুলবেন সেই সিমটি যে ফোনে লাগানো থাকে।
ধাপ ০৪: ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনার সামনে বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর কিছু শর্তাবলি আসবে।

শর্তাবলি দেখা হয়ে গেলে ‘সম্মতি আছে’ এই অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ০৫: ‘সম্মতি আছে’ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতো একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনার কাছে কিছু তথ্য চাইবে। যেমন: আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি, মা/বাবার তথ্য, নিজের চেহারার ছবি।
প্রথমে জন্ম সনদের ছবি তুলার জন্য নিচে ‘পরবর্তী’ নামের একটি অপশন পাবেন সেটিতে করলে ক্যামেরা চালু হয়ে যাবে। তখন আপনার জন্ম সনদের একটি ছবি তুলবেন।
ছবি তুলার পর সেটি সেখানে সাবমিট করে দিলে অটোমেটিকালি নিচের ছবিটির মতোন আপনার জন্ম সনদের সব তথ্য আপনার সামনে চলে আসবে।

তথ্য গুলো চেক করে নিবেন। সব তথ্য ঠিক থাকলে নিচে ‘পরবর্তী’ নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন।
’পরবর্তী’ অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, তারপর আয়ের উৎস, মাসিক আয়, পেশা ইত্যাদি এইসব আপনার ইচ্ছে মতোন সিলেক্ট করে দিবেন।
তারপর নিচে থেকে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করে দিবেন।
ধাপ ০৬: এবার আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনার মা অথবা বাবার নাম ও একটি সচল বিকাশ একাউন্টের নাম্বার দিতে হবে। তারপর আবারো ‘পরবর্তী’ অপশনে ক্লিক করে দিবেন।
ধাপ ০৭: এবার আপনার নিজের ছবি তুলতে বলবে।

ছবি তুলা হয়ে গেলে দেখাবে যে আপনার তথ্য সাবমিট করা হয়েছে।

তথ্য সাবমিট করা হয়ে গেলে বিকাশ থেকে আপনার মা বা বাবা যার বিকাশ নাম্বার দিয়েছেন তার নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাবে সেটি দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে।
ধাপ ০৮: ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে পাঁচ (০৫) সংখ্যার একটি পিন সেট করতে বলবে। যেটি দিয়ে আপনি পরবর্তীতে বিকাশে লগ ইন করবেন।

পিন সেট করে দিলেই আপনার জন্ম সনদ দিয়ে সফলভাবে স্টুডেন্ট বিকাশ একাউন্ট তৈরি হয়ে যাবে।
পরবর্তীতে বিকাশ এপ ওপেন করে আপনার ফোন নাম্বার ও পিন দিলেই আপনি বিকাশে লগ ইন ও লেনদেন করতে পারবেন।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা
এবার বিকাশ স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা যা মানুষ সচরাচর জানতে চায় তা নিচে দেওয়া হলো:
বিকাশ স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা কত বছর?
উত্তর: বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর বয়সসীমা হচ্ছে ১৪ বছর থেকে ১৮ বছরের নিচে। অর্থাৎ, ১৭ বছর ১১ মাস ৩০ দিন পর্যন্ত।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হয়?
উত্তর: বিকাশ স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য শুধু জন্ম সনদ প্রয়োজন হবে।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট কি সাধারণ বিকাশ একাউন্টে পরিবর্তন করা যাবে?
উত্তর: বর্তমানে স্টুডেন্ট বিকাশ একাউন্ট সাধারণ বিকাশ একাউন্টে পরিবর্তন করার কোন উপায় না থাকলেও বিকাশ পরবতীতে এমন পরিষেবা চালু করতে পারে।
স্টুডেন্ট বিকাশ একাউন্ট এ মা/বাবা কিভাবে সম্মতি প্রদান করবে?
উত্তর: স্টুডেন্ট বিকাশ একাউন্ট এর মা বা বাবার সক্রিয় বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি দিয়ে আপনার স্টুডেন্ট বিকাশ একাউন্ট ভেরিফাই করতে হবে। তাহলেই স্টুডেন্ট বিকাশ একাউন্ট এ মা/বাবার সম্মতি প্রদান করা হয়ে যাবে।
মা/বাবা কি স্টুডেন্ট বিকাশ একাউন্ট এর লেনদেন জানতে বা দেখতে পারবেন?
উত্তর: মা/বাবা তার নিজের বিকাশ এপ থেকে স্টুডেন্ট বিকাশ একাউন্ট এর স্টেটমেন্ট দেখতে পারবেন।
বাংলাদেশের বাইরে কি স্টুডেন্ট বিকাশ একাউন্ট ব্যবহার করা যাবে?
উত্তর: বাংলাদেশের বাইরে স্টুডেন্ট বিকাশ একাউন্ট ব্যবহার করা যাবে না।
কোন কোন ধরনের জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে?
উত্তর: বর্তমানে নিচে উল্লিখিত জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে:
- CC BDR ফরম ৩
- BDR ফরম ৩
- UPBDR ফরম ৩
- https://everify.bdris.gov.bd/ থেকে প্রিন্ট ফরম্যাট
- UPIJOMNI ফর্ম ৩
গ্রাহকের জন্ম সনদ যদি অনমোদিত না হয় তাহলে কি করবেন?
উত্তর: গ্রাহকের জন্ম সনদ যদি অনমোদিত না হয় তাহলে গ্রাহক জন্ম সনদের সাইট https://everify.bdris.gov.bd/ এ ভিজিট করে সেখান থেকে জন্ম সনদের একটি ডিজিটাল ভার্সন তৈরি করে তা দিয়ে পুনরায় চেষ্টা করতে পারেন।
স্টুডেন্ট কি তথ্য হালনাগাদ করতে পারবে?
উত্তর: বর্তমানে স্টুডেন্ট তথ্য হালনাগাদ করতে পারবে না।
১৮ বছরের বেশি বয়সী কেউ কি জন্ম সনদ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবে?
উত্তর: না।
আরও পড়ুন:
- বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার সঠিক নিয়ম
- মোবাইল দিয়ে রকেট একাউন্ট খোলার সঠিক নিয়ম
- বিকাশ অ্যাপ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন নেয়ার নিয়ম
- মোবাইল দিয়ে সঠিক ভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [ছবি সহ সাথে ৫০ টাকা বোনাস]
পরিশেষে, আশাকরি এই ‘কিভাবে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলবো? | জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলার নিয়ম’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে। তারপরেও যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।
বি:দ্র: এই আর্টিকেল এর বিভিন্ন তথ্য ও উপাত্ত বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত করা হয়েছে।



আমি বিকাশ থেকে লোন নিতে আগ্রহী
বিকাশ থেকে লোন নেয়ার পুরো প্রক্রিয়া আর্টিকেলে বলে দেওয়া হয়েছে।
01326844650 বিকাশ একাউন্ট থেকে লোন নিতে আসবে কিভাবে নিমু
এই আর্টিকেল এর নিচের দিকে দেখুন ‘আরও পড়ুন’ লেখা আছে। সেখানে বিকাল লোন সম্পর্কিত একটি আর্টিকেল রয়েছে। সেটি পড়লেই সব বুঝতে পারবেন।
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!