টেলিগ্রাম হচ্ছে জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় আমাদের টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার প্রয়োজন পরে। কিন্তু কিভাবে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে হয়? বা টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে না জানার কারণে আমরা টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে পারি না।
সেজন্য আজকের আর্টিকেলে আমরা টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো যে কিভাবে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করবো? এর আগে আমরা নতুন টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
টেলিগ্রাম একাউন্ট আপনি দুইটি উপায়ে বা নিয়মে ডিলিট করতে পারবেন। আমরা দুটি নিয়মই আপনাদের দেখিয়ে দিবো।
টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম ১
নিচে ধাপে ধাপে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম ১ দেখানো হলো:
ধাপ ০১: প্রথমে টেলিগ্রাম একাউন্টে প্রবেশ করবেন। অ্যাপের উপরে বাম দিকে তিনটি ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করে মেনু অপশনে আসবেন।

সেখানে Settings নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
ধাপ ০২: সেটিংসে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি নতুন ইন্টারফেস আসবে।

এখানে Privacy and Security নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
ধাপ ০৩: Privacy and Security তে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি পেজ আসবে।

এখানে Delete my account একটি অপশন পাবেন। এটিতে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন কিছু অপশন আসবে।

যেমন: ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর। এটার মানে হচ্ছে আপনি এখান থেকে যে কোন একটি সময় সিলেক্ট করে দিয়ে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করা বাদ দিলে সেই সময় পরে আপনার টেলিগ্রাম একাউন্টটি ডিলিট হয়ে যাবে।
আমি ১ মাস সিলেক্ট করে দিচ্ছি।

ধাপ ০৪: এবার টেলিগ্রাম অ্যাপ থেকে বের হয়ে আসুন এবং টেলিগ্রাম অ্যাপের আইকনটিতে ট্যাপ করে ধুরুন। সেখানে App Uninstall করার অপশন পেয়ে যাবেন। এপটি আনইনস্টল করে দিলে আপনি যে সময় সিলেক্ট করে দিয়েছিলেন সেই সময় পর আপনার টেলিগ্রাম একাউন্টটি অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম ২
উপরের নিয়মটিতে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে কিছুদিন সময় নিবে। তবে এখন যে নিয়মটি আপনাদের সাথে সেয়ার করা হবে এই নিয়মে আপনি ইনস্ট্যান্ট টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে পারবেন।
নিচে ধাপে ধাপে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম ২ দেখানো হলো:
ধাপ ০১: টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনার টেলিগ্রাম একাউন্টে প্রবেশ করুন। উপরে বাম পাশে থাকা তিন ডটে ক্লিক করে মেনু অপশনে যান।

এখানে Settings নামের অপশন পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ ০২: সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে Telegram FAQ নামের একটি অপশন পাবেন। এটিতে ক্লিক করবেন।
ধাপ ০৩: Telegram FAQ অপশনে ক্লিক করার পরে আপনার নিচের ছবিটির মতোন নতুন একটি পেজ আসবে।

এখানে ‘Delete your Telegram account‘ নামের একটি অপশন বা লিংক পাবেন। সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০৪: ‘Delete your Telegram account’ অপশনে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি পেইজ আসবে।

এখানে ‘deactivation page‘ নামের একটি লিংক পাবেন। সেটিতে ক্লিক করবেন।
ধাপ ০৫: ‘deactivation page’ এ ক্লিক করার পর নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেস আসবে।

এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে আপনার টেলিগ্রাম একাউন্টি তৈরি করেছিলেন সেটি দিবেন। তবে ফোন নাম্বারের পূর্বে অবশ্যই কান্ট্রি কোড বসিয়ে দিবেন। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88।
তারপর Next বাটনে ক্লিক করবেন।
Next বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি বা কোড যাবে। এবং আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

আপনার ফোনে যাওয়া ওটিপি বা কোডটি এখানে বসিয়ে দিয়ে Sign in এ ক্লিক করতে হবে।
ধাপ ০৬: Sign in এ ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন নতুন একটি ইন্টারফেইস আসবে।

এখানে আপনি কেন টেলিগ্রাম একাউন্টটি ডিলিট করতেছেন যে সম্পর্কে জানতে চাইছে। আপনি কিছু একটা লিখে দিতে পারেন এখানে।
তারপর Delete My Account অপশনে ক্লিক করলেই আপনার সামনে নিচের ছবিটির মতোন টেলিগ্রাম একাউন্ট ডিলিট হওয়ার একটি মেসেজ দেখাবে।

ছবিতে দেখানো মেসেজ আসলেই বুঝবেন যে আপনার টেলিগ্রাম একাউন্টি সফলভাবে ডিলিট হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
- টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
- পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় চেক করতে হবে?
- কিভাবে দুই পাশের কথা সহ যে কোনো ভিডিও কল রেকর্ড করবো?
- অনলাইনের মাধ্যমে হালাল উপায়ে ইনকাম করার উপায়
- মনিটাইজেশন ছাড়াই ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার উপায়
শেষ কথা: আপনি যদি কোন কারণে আপনার টেলিগ্রাম একাউন্টি ডিলিট করতে চান তবে উপরে দেখানে দুইটি নিয়মের যে কোন একটি নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনার টেলিগ্রাম একাউন্টি ডিলিট করতে পারবেন। তারপরেও এ বিষয়ে আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।


