আপনি যদি অনার্সে এবার সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তবে আপনার অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা বা নাম গুলো কি কি তা জানা জরুরী।
সেজন্য আজকের আর্টিকেলে আমরা ‘অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ নিয়ে হাজির হয়েছি।
অনার্স ৩য় বর্ষে সমাজ বিজ্ঞান বিভাগে আপনাকে সর্বমোট ৮টি বই পড়তে হবে।
এই আর্টিকেলে আপনারা অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নামের তালিকা বিষয় কোড সহ দেখতে পারবেন।
অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
|
অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের নামের তালিকা ২০২৫ |
||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | গ্রামীণ সমাজবিজ্ঞান | ২৩২০০৩ |
| ২ | সামাজিক অসমতা | ২৩২০০৭ |
| ৩ | ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব | ২৩২০০১ |
| ৪ | সমাজ ও সম্প্রদায় | ২৩২০০৯ |
| ৫ | ধর্মের সমাজবিজ্ঞান | ২৩২০০৫ |
| ৬ | সমাজ মনোবিজ্ঞান | ২৩২০১৫ |
| ৭ | বাংলাদেশের সমাজ কাঠামো | ২৩২০১১ |
| ৮ | নগর সমাজবিজ্ঞান | ২৩২০১৩ |
আপনি যদি মেজর, নন মেজর, কম্পলসারি সাবজেক্ট এসব বিষয়ে না বুঝে থাকেন তবে এই ‘অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি পড়তে পারেন।
আরও পড়ুন:
- অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫
- সমাজ কাঠামো কাকে বলে?
- সামাজিক মূল্যবোধ কাকে বলে?
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ৮টি কারণ
- জাতি-বর্ণ প্রথা কাকে বলে?
- জাতি-বর্ণ ব্যবস্থা কাকে বলে? | জাতি-বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি?
পরিশেষে, আশাকরি এই ‘অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।


![মোবাইল দিয়ে উপায় একাউন্ট খোলার সঠিক নিয়ম [ছবি সহ সাথে ২০ টাকা বোনাস]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/08/Screenshot_112.png)