জমিজমা সহ বিভিন্নি কাজে ১ শতাংশ সমান কত স্কয়ার ফিট, ফুট বাই ফুট বা বর্গফিট হয় তা জানা বেশ জরুরী হয়ে পরে।
সে জন্যই আজকের আর্টিকেলে ১ শতাংশ সমান সমান কত স্কয়ার ফিট, ফুট বাই ফুট বা বর্গফিট হয় সে সম্পর্কে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিবো।
প্রথমেই জেনে নেওয়া যাক যে, ১ শতাংশ সমান কত বর্গফিট হয়?
১ শতাংশ সমান কত বর্গফুট?
শতাংশের মাপ বের করার জন্য ১ শতাংশ সমান কত বর্গফিট বা বর্গফুট হয় তা জানতে হবে।
আমরা জানি যে, ১ শতাংশ সমান ৪৩৫.৬ বর্গফুট হয়।
শতাংশের হিসাব বের করার জন্য ১ শতাংশ সমান কত বর্গফুট হয় তা মনে রাখতে হবে।
১ শতাংশ সমান কত স্কয়ার ফিট বা ফুট বাই ফুট হয়?
আমরা উপরে জেনেছি যে, ১ শতাংশ সমান হয় ৪৩৫.৬ বর্গফুট।
এখন যে ক্যালকুলেটরে রুট ওভার (√) আছে সে ক্যালকুলেটরে ৪৩৫.৬ লিখে রুট ওভারে ক্লিক করলেই ফলাফল চলে আসবে।
যেমন:
৪৩৫.৫ বর্গফুট কে রুট ওভার করলে ফলাফল আসে ২০.৮৭ স্কয়ার ফিট।
√৪৩৫.৬ = ২০.৮৭’

আমরা প্রথমেই জেনেছি যে, ১ শতাংশ সমান সমান ৪৩৫.৬ বর্গফুট। এবং ৪৩৫.৬ বর্গফুট কে রুট ওভার (√) করলে ফলাফল আসে ২০.৮৭ স্কয়ার ফিট।
সে হিসেবে বলা যায় যে, ১ শতাংশ সমান ২০.৮৭ স্কয়ার ফিট বা ফুট বাই ফুট হয়।

২ শতাংশ সমান কত স্কয়ার ফিট বা ফুট বাই ফুট হয়?
উপরে দেখানো নিয়মেই আপনি ২ শতাংশ সমান কত স্কয়ার ফিট হয় তা বের করতে পারবেন।
১ শতাংশ সমান হয় ৪৩৫.৬ বর্গফুট। এটিতে ২ দিয়ে গুণ করতে হবে। (কারণ যত শতাংশের মাপ বের করবেন তত দিয়ে দিয়ে দিতে হবে।
তারপর যে ফলাফল আসবে সেটিকে রুট ওয়ার করলেই স্কয়ার ফিটের হিসাবে বের হয়ে যাবে।
যেমন:
৪৩৫.৬ x ২
= ৮৭১.২
এখন ৮৭১.২ কে রুট ওভার করলেই ফলাফল বের হয়ে যাবে।
√৮৭১.২ = ২৯.৫২’

সুতরাং, ২ শতাংশ সমান সমান হয় ২৯.৫২’ স্কয়ার ফিট বা ফুট বাই ফুট।

২.৫ শতাংশ সমান কত স্কয়ার ফিট বা ফুট বাই ফুট হয়?
একই নিয়মে আপনি নিয়মে আপনি ২.৫ শতাংশ সমান কত স্কয়ার ফিট হয় তা বের করতে পারবেন।
যেমন:
৪৩৫.৬ x ২.৫
= ১০৮৯
এখন ফলাফল রুট ওভার করতে হবে।
√১০৮৯ = ৩৩’

সুতরাং, ২.৫ শতাংশ সমান সমান হয় ৩৩’ স্কয়ার ফিট বা ফুট বাই ফুট।

চারপাশে জমির মাপ স্কয়ার না থাকলে করণীয় কী?
আমরা উপরে দেখলাম যে ২.৫ শতাংশ সমান হয় ৩৩’ স্কয়ার ফিট।
এখন জমি মাপতে গিয়ে দেখলেন যে একপাশে আছে ৩০ স্কয়ার ফিট আছে, সেক্ষেত্রে অপর দিকে কত স্কয়ার ফিট নিলে আপনার ২.৫ শতাংশ জমি পুরবে?
আমরা উপরে দেখেছি যে, ২.৫ শতাংশ সমান হয় ১০৮৯ বর্গফুট।
এখন এই বর্গফুটকে যে দিকে জমির মাপ কম সেটি দিয়ে ভাগ করতে হবে। যেমন:
১০৮৯ ÷ ৩০ = ৩৬.৩’
সুতরাং, জমি একদিকে ৩০ স্কয়ার ফিট থাকলে অপরদিকে আপনাকে নিতে হবে ৩৬.৩ স্কয়ার ফিট।
কিভাবে বুঝবেন যে জমির মাপ ঠিক আছে?
সেক্ষেত্রে ৩৬.৩ কে ৩০ দিয়ে গুণ করে যদি ফলাফল ১০৮৯ বর্গফুট হয় তাহলে বুঝবেন যে আপনার জমির মাপ ঠিক আছে।
যেমন:
৩৬.৩ x ৩০ = ১০৮৯ (বর্গফুট)

আরও পড়ুন:
- স্কয়ার ফিট বের করার সহজ নিয়ম
- অনলাইনে জমির মালিকানা বের করার নিয়ম
- অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম
পরিশেষে, আশাকরি এই ’১ শতাংশ সমান কত স্কয়ার ফিট, ফুট বাই ফুট বা বর্গফুট?’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে। এ বিষয়ে আরও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পাড়েন।


