বর্তমানে দৈনন্দিন জীবনে সিম অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে দাড়িয়েছে। কাউকে কল করার জন্য,মোবাইলে ইন্টারনেট চালানোর জন্য, কাউকে মেসেজ পাঠানোর জন্য অবশ্যই আপনার ফোনে যে কোম্পানির একটি সিম অবশ্যই থাকতে হবে।
তাছাড়া বর্তমানে অনলাইন ব্যাংকিং যেমন: নগদ, বিকাশ, উপায়, রকেট ইত্যাদি ব্যবহার করার জন্য তো আপনার অবশ্যই একটি সিম কার্ড থাকতে হবে।
অনেক সময় সিম হাড়িয়ে যায়, কিংবা 2G থেকে 3G, 3G থেকে 4G বা 4G থেকে 5G তে একটি সিম কনভার্ট করার জন্য সিম রিপ্লেসমেন্ট করতে হয়।
সেজন্য আজকের এই আর্টিকেলে কিভাবে যেকোনো সিম রিপ্লেসমেন্ট করবেন সে নিয়মটি আপনাদের দেখিয়ে দিবো।
সিম রিপ্লেসমেন্ট করার জন্য কি কি লাগবে?
যে কোনো সিম রিপ্লেসমেন্ট করার জন্য আপনার সাথে কিছু জিনিস অবশ্যই থাকতে হবে।
সিম রিপ্লেসমেন্ট করতে যা যা লাগবে:
- আপনি যে সিমটি রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি জানা থাকতে হবে।
- সিমটি যার জাতীয় পরিচয় পত্র বা NID Card দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেই NID কার্ডটি সাথে থাকতে হবে।
- যেই ব্যাক্তির NID কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা ছিল তাকেও উপস্থিত থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য।
সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম
সিম রিপ্লেসমেন্ট করার জন্য উপরে উল্লিখিত কাজগপত্র নিয়ে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক যে সিম রিপ্লেসমেন্ট করতে চান সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে।
তাছাড়া বাজারে যে দোকানগুলোতে রিচার্জ করেন, সেই দোকান গুলোতে খোঁজ নিয়ে দেখবেন অনেকেই সিম রিপ্লেসমেন্ট করে দেয়।
তারপর দোকান বা কাস্টমার কেয়ারে যাওয়ার পর তাদেরকে আপনার সিম রিপ্লেসমেন্ট করার কথা জানাবেন।
তারা আপনার পুরোনো ফোন নাম্বারটি চাইবে, যেটি আপনি রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন।
তারপর যে এনআইডি কার্ড দিয়ে সেই সিমটি রেজিস্ট্রেশন করা ছিল সেই NID Card চাইবে।
অতঃপর যার নামে পূর্বে সিমটি রেজিস্ট্রেশন করা ছিল তার ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার সিমটি রিপ্লেসমেন্ট করা কমপ্লিট হয়ে যাবে।
তারপর তারা আপনাকে একই নাম্বারের একটি নতুন সিম কার্ড দিবে।
বি:দ্র: সিম রিপ্লেসমেন্ট করার পর অবশ্যই আপনার NID Card বা জাতীয় পরিচয় পত্রটি ফেরত নিবেন।
গ্রামীণফোন সিম রেজিস্ট্রেশন করার নিয়ম, বাংলালিংক সিম রেজিস্ট্রেশন করার নিয়ম, রবি সিম রেজিস্ট্রেশন করার নিয়ম, এয়ারটেল সিম রেজিস্ট্রেশন করার নিয়ম, টেলিটক সিম রেজিস্ট্রেশন করার নিয়ম সব একই। যা উপরে এই আর্টিকেলে দেখানো।
আরও পড়ুন:
- সব সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম ও উপায়
- সকল সিমের নাম্বার দেখার কোড ও সহজ নিয়ম
- জিপি মিনিট অফার ২০২৪ | জিপি সিমে মিনিট কেনার নিয়ম
- রবি মিনিট অফার ২০২৪ | রবি সিমে মিনিট কেনার নিয়ম
- এয়ারটেল মিনিট অফার ২০২৪ | এয়ারটেল সিমে মিনিট কেনার নিয়ম
- বাংলালিংক মিনিট অফার ২০২৪ | বাংলালিংক সিমে মিনিট কেনার নিয়ম
- জিপি ইন্টারনেট অফার ২০২৪ | জিপি সিমে এমবি কেনার নিয়ম
- রবি ইন্টারনেট অফার ২০২৪ | রবি সিমে এমবি কেনার নিয়ম
- এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৪ | এয়ারটেল সিমে এমবি কেনার নিয়ম
- বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৪ | বাংলালিংক সিমে এমবি কেনার নিয়ম
পরিশেষে, আশাকরি এই ‘যে কোন সিম রিপ্লেসমেন্ট করার সহজ নিয়ম’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।


