নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম (সম্পূর্ণ গাইডলাইন)

Join Telegram Channel

আপনারা অনেকেই জানেন যে টেলিগ্রাম একাউন্ট এর ভিতর টেলিগ্রাম চ্যানেল তৈরি করা যায়। এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়িয়ে আপনি আপনার যে কোন মেসেজ, আর্টিকেল বা যে কোন কিছু বিশাল সংখ্যক মানুষের কাছে মুহূর্তেই পৌঁছে দিতে পারবেন।

আজকের আর্টিকেলে আমরা দেখবো যে কিভাবে নতুন একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে হয়? বা নতুন টেলিগ্রাম চ্যানেল তৈরি করার নিয়ম।

 

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার করার নিয়ম

 

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম গুলো নিচে ধাপে ধাপে দেখানো হলো:

 

ধাপ ০১: নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার টেলিগ্রাম একাউন্টে প্রবেশ করুন। আপনার সামনে নিচের ছবিটির মতোন ইন্টারফেইস আসবে।

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম

 

এখানে স্ক্রিনে নিচের দিকে ডান পাশে কলমের মতোন একটি চিহ্ন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।

 

ধাপ ০২: কলমের মতোন চিহ্নটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন আরেকটি ইন্টারফেস আসবে।

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম

 

এখানে সামনে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে আপনাকে ‘New Channel‘ অপশনটিতে ক্লিক করতে হবে।

 

ধাপ ০৩: ‘New Channel’ অপশনে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ আসবে।

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম

 

এখানে ক্যামেরার চিহ্নটিতে ক্লিক করে একটি প্রোফাইল পিকচার আপলোড করে দিবেন। Channel name এর যায়গায় আপনার পছন্দ মতোন একটি নাম দিবেন। এবং Description বক্সে আপনি কি বিষয়ে বা কি সম্পর্কে টেলিগ্রাম চ্যানেলটি তৈরি করতেছেন সে কিছু বর্ণনা লিখবেন।

তারপর স্ক্রিনে উপরের দিকে ডান পাশে একটি টিক চিহ্ন দেখতে পাবেন সেটিতে ক্লিক করতে হবে।

 

ধাপ ০৪: টিক চিহ্নতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মতোন আরও একটি পেজ আসবে।

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম

 

এখানে প্রথমে আপনার চ্যানেলটি কোন টাইপের তা সিলেক্ট করে দিবেন। Public Channel এ সিলেক্ট করলে যে কেউ সার্চ করে আপনার টেলিগ্রাম চ্যানেলটি খুঁজে বের করতে পারবে। আর Private Channel এ সিলেক্ট করলে আপনি যাকে Invite Link পাঠাবেন সেই শুধু আপনার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পারবে।

তারপর স্ক্রিনে একটু নিচের দিকে লক্ষ করলে সেখানে Public link নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি একটি ইউনিক লিংক তৈরি করবেন। পরবর্তীতে এই লিংকটি মানুষেকে পাঠিয়ে আপনার টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে বলতে পারবেন।

উদাহরণ স্বরূপ: আমার টেলিগ্রাম চ্যানেলের Public link হচ্ছে t.me/trickbdblog

সবকিছু দেওয়া হয়ে গেলে স্ক্রিনের উপরের দিকে ডান পাশে একটি টিক চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন।

 

ধাপ ০৫: টিক চিহ্নে ক্লিক করলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি পেজ ওপেন হবে।

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম

 

এখানে আপনার চ্যানেলে মানুষকে এড করার অপশন দিয়েছে। এখান থেকে আপনার চ্যানেলের লিংক মানুষকে পাঠাতে পারবেন।

তারপর স্ক্রিনের নিচের দেখবেন একটি তীর চিহ্ন দিয়ে Next বাটন রয়েছে। সেখানে ক্লিক করবেন।

 

ধাপ ০৬: এবার আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে। এবং আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেইস আসবে।

নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম
নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার নিয়ম

 

এখানে ‘Broadcast‘ অপশন থেকে আপনি যে কোনো টেক্সট, লিংক বা ইমেজ সেয়ার করতে পারবেন।

 

আরও পড়ুন:

 

শেষ কথা: আপনি যদি নতুন একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে চান তবে এই আর্টিকেলে দেখানো প্রত্যেকটি ধাপ অনুরূপভাবে অনুসরণ করুন। তাহলে খুব সহজেই আপনি নতুন একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment

error: Content is protected !!