তথ্য প্রযুক্তির এই যুগে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে মোবাইল ফোন। আর সেই সব ফোনে রয়েছে একাধিক সিম।
আর প্রত্যেকটি সিমেরেই রয়েছে ইউনিক ১১ সংখ্যার একটি করে ফোন নাম্বার। যেই নাম্বারে ফোন করার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কল করার মাধ্যমে কথা বলতে পারি।
তবে সমস্যা হচ্ছে এই ১১ সংখ্যার ফোন নাম্বারগুলো আমরা অনেকেই মুখস্থ রাখতে পারি না। যার ফলে অন্য কেউ যখন আমাদের কাছে ফোন নাম্বার চায় বা সিমে রিচার্য করার প্রয়োজন তখন সিমের নাম্বার মনে করতে পারি না।
তাই এই আর্টিকেলে আজ আমি আপনাদের সাথে সেয়ার করবো, ‘সকল সিমের নাম্বার দেখার কোড ও সহজ নিয়ম’।
যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা বাটন ফোন বা স্মার্ট ফোনে কোড ডায়াল করে সিমের নাম্বার দেখার নিয়ম জানতে পারবেন।
কেন সকল সিমের নাম্বার দেখার কোড জানতে হবে?
এটা একটা ভালো প্রশ্ন যে, কেন সকল সিমের নাম্বার দেখার কোড আপনাকে জানতে।
তার কারণ হচ্ছে, আপনি যদি আপনার সিমের নাম্বার না জেনে থাকেন আর কেও যদি আপনার কাছ আপনার সিমের নাম্বার চায় তখন আপনি তাকে আপনার নাম্বার দিতে পারবেন না।
এবং যখন আপনার সিমের টাকা শেষ হবে যাবে তখন রিচার্য করতে গেলে দোকানদারকেও আপনার সিমের নাম্বার বলতে পারবেন না।
এসব ছাড়াও বর্তমানে প্রায় সকল সিমেই বিকাশ, নগদ, রকেট এই সব অ্যাকাউন্ট রয়েছে। যার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করা হয়।
আপনি যদি আপনার সিমের নাম্বার বের করার কোড না জানেন তবে বিকাশ, নগদ, রকেট এইসব অ্যাকাউন্ট দিয়ে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন না।
সকল সিমের নাম্বার দেখার কয়টি নিয়ম ও উপায় রয়েছে?
সকল সিমের নাম্বার দেখার নিয়ম রয়েছে মূলত দুইটি। যথা:
১. কোড ডায়াল করে সিমের নাম্বার দেখা ও
২. অন্যকে কল করার মাধ্যমে সিমের নাম্বার দেখা।
সকল সিমের নাম্বার চেক করার কোড রয়েছে আলাদা আলাদা। এই কোড গুলো আপনার হাতে থাকা বাটন মোবাইল বা স্মার্ট মোবাইল ডায়াল করার মাধ্যমে খুব সহজেই আপনার সিমের নাম্বার চেক করতে পারবেন (সকল সিমের নাম্বার চেক করার কোড নিচে দেওয়া হবে)।
আর দ্বিতীয় যে উপায়টি বলেছি সেটি হচ্ছে অন্য কাউকে কল করার মাধ্যমে সিমের নাম্বার দেখা। অর্থাৎ আপনার নিজের সিমের নাম্বার যদি মনে না থাকে এবং সিমের নাম্বার দেখার কোড মনে না থাকে তবে আপনি আপনার পাশে থাকে কারও কাছ থেকে তাদের ফোন নাম্বার চেয়ে নিয়ে আপনার ফোনে তুলবেন তারপর সেই নাম্বারে কল করবেন।
আপনার পাশে থাকা মানুষটির কাছে যেই নাম্বার থেকে ফোন যাবে সেটিই হবে আপনার সিমের নাম্বার।
গ্রামীণফোন বা জিপি সিমের নাম্বার দেখার কোড কি?
প্রথমেই আমরা জানবো যে, গ্রামীণফোন বা জিপি সিমের নাম্বার দেখার কোড কি?
জিপি বা গ্রামীণফোনের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
আপনার জিপি বা গ্রামীণফোনের নাম্বার দেখার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে টাইপ করুন *2# করে কল দিলেই দেখবেন আপনার সামনে আপনার জিপি বা গ্রামীণ সিমের নাম্বারটি চলে আসবে।
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড কি?
এবার চলুন জেনে নেওয়া যাক যে, বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড কি?
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *511# ।
আপনার বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইলটির ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *511#। তারপর সেই নাম্বারে কল দিলেই আপনার বাংলালিংক সিমের নাম্বারটি আপনার সামনে চলে আসবে।
রবি সিমের নাম্বার দেখার কোড কি?
এবার আমরা জানবো যে, রবি সিমের নাম্বার দেখার কোড কি?
রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
আপনার রবি সিমের নাম্বার চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইলটির ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *2#। তারপর সেই নাম্বারে কল দিলেই আপনার রবি সিমের নাম্বারটি আপনার সামনে চলে আসবে।
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড কি?
এবার আমরা জানবো যে, এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড কি?
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
আপনার এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইলটির ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *2#। তারপর সেই নাম্বারে কল দিলেই আপনার এয়ারটেল সিমের নাম্বারটি আপনার সামনে চলে আসবে।
টেলিটক সিমের নাম্বার দেখার কোড কি?
চলুন এবার জেনে নেওয়া যাক যে, টেলিটক সিমের নাম্বার দেখার কোড কি?
টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *551#।
আপনার টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইলটির ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *551#। তারপর সেই নাম্বারে কল দিলেই আপনার টেলিটক সিমের নাম্বারটি আপনার সামনে চলে আসবে।
স্কিটো সিমের নাম্বার দেখার কোড কি?
এবার আমরা জানবো যে, স্কিটো সিমের নাম্বার দেখার কোড কি?
স্কিটো সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#।
আপনার স্কিটো সিমের নাম্বার চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইলটির ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *2#। তারপর সেই নাম্বারে কল দিলেই আপনার স্কিটো সিমের নাম্বারটি আপনার সামনে চলে আসবে।
বি:দ্র: আপনি যেই সিমের নাম্বার কোড ডায়াল করে চেক করতে বা দেখতে চান সেই সিমটি অবশ্যই আপনার মোবােইলে সংযুক্ত রাখতে হবে।
এক নজরে সব সিমের নাম্বার দেখার কোড
উপরে সব সিমের নাম্বার দেখার কোড নিয়ে ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করা হয়ে গিয়েছে। তাই এবার চলুন এক নজরে সব সিমের নাম্বার দেখার কোড গুলো দেখে নেওয়া যাক।
এক নজরে সব সিমের নাম্বার দেখার কোড:
- জিপি বা গ্রামীণফোনের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
- বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *511# ।
- রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
- এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
- টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *551# ।
- স্কিটো সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
আশাকরি পুরো আর্টিকেলটি পড়ার পরে কিভাবে সকল সিমের নাম্বার কোড ডায়াল করে বের করতে হয় সে বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না।
তারপরেও যদি কারও কোনো সমস্যা হয়ে থাকে তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানতে পারেন। আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

![মোবাইল দিয়ে রকেট একাউন্ট খোলার সঠিক নিয়ম [ছবি সহ সাথে ২৫ টাকা বোনাস]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_88.png)
