আমরা যে কোনো একটি নিশ নিয়ে ব্লগ শুরু করে দেই।
তারপর সেখানে কিছুদিন আর্টিকেল লেখালেখি করার পরেই আর আর্টিকেল লেখার কোনো আইডিয়া পাই না।
মনে হয় যে আপনার নির্বাচিত নিশটির সব বিষয় নিয়ে আপনার আর্টিকেল লেখা শেষ। এবং শেষে আপনি টেনশনে পড়ে যান যে আপনার নির্বাচিত নিশটিই মনে হয় ঠিক নেই।
চিন্তার কোনো কারণ নেই, আজ আমি আপনার সাথে এমন কিছু পদ্ধতি সেয়ার করবো যা অনুসরণ করলে আপনি অসংখ্য ব্লগ লেখার আইডিয়া পাবেন।
ব্লগ লেখার আইডিয়া পাওয়ার পদ্ধতি ০১
প্রথমে আপনি গুগলে যাবেন তারপর সেখানে আপনি আপনার ওয়েবসাইটটির নিশটি নিয়ে সার্চ দিবেন।
অথবা আপনার ওয়েবসাইটের যে কোনো আর্টিকেলের একটি কিওয়ার্ড নিয়ে সার্চ দিবেন। যেমন: আমারক এই আর্টিকেলের মেইন কীওয়ার্ড হচ্ছে, ‘ব্লগ লেখার আইডিয়া’। এখন আমি যদি এই কীওয়ার্ডটি নিয়ে গুগলে সার্চ দেই।
তাহলে দেখবেন সেখানে নিচের ছবিটির মতোন রিলেটেড সার্চেস নামের একটি অপশন দেখাবে।

এটি মূলত হচ্ছে আপনি যে বিষয়টি গুগলে সার্চ করেছেন সে বিষয় নিয়ে অন্যরা গুগলে কি কি সার্চ করে তা গুগল এখানে দেখায়।
আপনি এখান থেকে নতুন নতুন ব্লগ লেখার আইডিয়া নিতে পারবেন।
ব্লগ লেখার আইডিয়া পাওয়ার পদ্ধতি ০২
ইউটিউব হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় অনলাইন ভিডিও ভিত্তিক একটি প্লাটফর্ম।
আপনি ইউটিউবে প্রবেশ করে পূর্বের মতোই আপনার ওয়েবসাইটের নিশ অথবা আর্টিকেলের কীওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ দিবেন।
তারপর সেখানে অনেক ভিডিও দেখতে পাবেন। যে ভিডিও গুলোতে বেশি ভিউ হয়েছে সেগুলো প্লে করবেন।
এবং নিচে কমেন্ট সেকশনে চলে যাবেন। সেখানে দেখবেন যে মানুষ একই বিষয় নিয়ে আরও বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকে।
সেখান থেকে প্রশ্ন গুলো নিয়ে আপনি আপনার ব্লগে লেখালেখি করতে পারবেন।
আরও পড়ুন:
- নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৪?
- ব্লগিং করতে হলে কী কী শিখতে হবে?
- ব্লগিংয়ে সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়
- Blogger post লেখা সম্পর্কে ৮টি গুরুত্বপূর্ণ টিপস
- মোবাইল দিয়ে কি ব্লগিং করা যায়?
ব্লগ লেখার আইডিয়া পাওয়ার পদ্ধতি ০৩
বর্তমান সময়ে ফেসবুকের নাম কম বেশি সবাই শুনেছে। অন্তত যারা অনলাইন সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে তারা তো শুনেছেই।
ব্লগ লেখার আইডিয়া পাওয়ার জন্য আপনি এই ফেসবুকের সহায়তা নিতে পারেন।
প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন।
তারপর সেখানে সার্চ বারে গিয়ে আপনার ওয়েবসাইটের নিশ রিলেটেড গ্রুপ গুলোকে খুঁজে বের করবেন এবং সেগুলোতে যুক্ত হবেন।
দেখবেন সেখানে নিয়মিত বিভিন্ন জন আপনার নিশ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে থাকবে।
আপনি সেই প্রশ্ন গুলো সেখান থেকে আপনার ব্লগে লেখালেখি করতে পারবেন।
আশাকরি আর্টিকেলটি আপনার একটু হলেও কাজে আসবে।
এই বিষয় নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন।
ধন্যবাদ।


