স্বাভাবিক দুনিয়ার বাইরেও আরেকটি দুনিয়া আছে যার নাম হচ্ছে ইন্টারনেটের দুনিয়া। এই ইন্টারনেটের দুনিয়ার এক্সেস পাওয়ার জন্য প্রয়োজন একটি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারের এবং সেই সঙ্গে ইন্টারনেট সংযোগের।
এখন শহরে ঘরে ঘরে ওয়াইফাই (WiFi) চলে আসলেও গ্রামাঞ্চলে সেভাবে ওয়াইফাই পাওয়া যায় না। তাছাড়া ওয়াইফাই শুধু ঘড়েই চালাতে হয় আর সিমে এমবি কিনলে আপনি তা যেখানে খুশি সেখানেই ব্যবহার করতে পারবেন।
তাই আজকের এই আর্টিকেলে আমি জিপি সিমে কিভাবে এমবি কিনতে হয়?, জিপি ইন্টারনেট অফার ২০২৫, জিপি সিমে এমবি কেনার নিয়ম ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তাই আর দেরী না করে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক।
গ্রামীণফোন/জিপি সিমে এমবি কেনার নিয়ম ২০২৫
জিপি সিমে আপনি বিভিন্ন ভাবে ইন্টারনেট বা এমবি (MB) কিনতে পারবেন। যথা:
- প্রথমত, আপনি লক্ষ করলে দেখবেন যে আপনার ফোনে যদি জিপি সিম লাগানো থাকে তবে জিপি সিম থেকে বিভিন্ন ধরনের এমবি অফারের মেসেজ যায়। সেখানে মেসেজে কোড বা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা উল্লেখ করা থাকে। সেই কোড বা সেই পরিমাণ টাকা ফোনে রিচার্জ করলেই আপনার গ্রামীণফোন/জিপি সিমে এমবি চলে আসবে।
- দ্বিতীয়ত, মোবাইল রিচার্জের দোকান থেকে জিপি এমবি অফার জেনে নিয়ে সেখান থেকেই এমবি লোড করে নিতে পারবেন।
- তৃতীয়ত, আপনার ফোনের মাই জিপি (My GP) এপ থেকে ‘Internet Offers‘ দেখতে পারবেন এবং সেখান থেকেই এমবি কিনতে পারবেন।
- চতুর্থত, গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার জিপি নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে সেখান থেকে এমবি কিনতে পারবেন।
- এসব ছাড়াও আরও বিভিন্ন পদ্ধতিতে আপনার জিপি সিমে এমবি কিনতে পারবেন।
গ্রামীণফোন/জিপি সিমে এমবি দেখার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমের এমবি দেখারও অনেক নিয়ম বা উপায় আছে। যথা:
- জিপি সিমে এমবি (MB) দেখার কোড হচ্ছে, ‘*121*1*2#’। আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *121*1*2# কোডটি টাইপ করে আপনার ফোনে থাকা জিপি নাম্বারটিতে কল দিলেই আপনার জিপি সিমে কত এমবি রয়েছে তা দেখতে পারবেন।
- আপনার ফোনে থাকা মাই জিপি (My GP) অ্যাপ থেকে আপনার জিপি সিমে কত এমবি রয়েছে তা দেখতে পারবেন।
- আপনি যদি গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার জিপি নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেখান থেকেও আপনার জিপি সিমের এমবি দেখতে পারবেন। অথবা সেখানে জিপি নাম্বার দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করেও দেখতে পারবেন।
গ্রামীণফোন/জিপি সিমে ২.৭৪ টাকায় ৫ এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ২.৭৪ টাকায় ৫ এমবি কেনার কোড হচ্ছে *121*3002#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ২৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3128#। এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ১ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৭ টাকায় ৫০০ এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৩৭ টাকায় ৫০০ এমবি কেনার কোড হচ্ছে *121*3083#। এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ১৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3234# । এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৮ ঘণ্টা।
গ্রামীণফোন/জিপি সিমে ২১ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ২১ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5097# । এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৭ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ২৭ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5037# বা *121*5299#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ২ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ২ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3238#। এই অফারটির মেয়াদ হচ্ছে ১ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড [৫১২ + ৫১২ এমবি 4G] ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড [৫১২ + ৫১২ এমবি 4G] হচ্ছে *121*3366#। এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৮৪ টাকায় ৫ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৮৪ টাকায় ৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3100#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৫৬ টাকায় ৪ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৫৬ টাকায় ৪ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3056#। এই অফারটির হচ্ছে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১১৫ টাকায় ৮ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ১১৫ টাকায় ৮ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5072#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩০০ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৩০০ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5145#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।

গ্রামীণফোন/জিপি সিমে ৯৮ টাকায় ৪ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৯৮ টাকায় ৪ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৯৮ টাকায় ১০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ২৯৮ টাকায় ১০ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3297#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৮৯ টাকায় ৪০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ২৮৯ টাকায় ৪০ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৪৯৯ টাকায় ২৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৪৯৯ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3499#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৬৯৯ টাকায় ৭০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৬৯৯ টাকায় ৭০ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3649#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৭৯৮ টাকায় ১২০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫
গ্রামীণফোন/জিপি সিমে ৭৯৮ টাকায় ১২০ জিবি এমবি কেনার হচ্ছে *121*3798#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৬৯ টাকায় ২ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ৬৯ টাকায় ২ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3969#। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১১৮ টাকায় ১২ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১১৮ টাকায় ২২ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3188#। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১০৮ টাকায় ৬ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১০৮ টাকায় ৬ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3908#। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৪৯ টাকায় ৫০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ২৪৯ টাকায় ৫০ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3249#। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৯৯ টাকায় ১৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ৩৯৯ টাকায় ১৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3370#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১৬৯ টাকায় ৮ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১৬৯ টাকায় ৮ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১৯৯ টাকায় ৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১৯৯ টাকায় ৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3199#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২১৯ টাকায় ২৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ২১৯ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3229#। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১২৯ টাকায় ৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১২৯ টাকায় ৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3129#। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১৯৮ টাকায় ১৮ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১৯৮ টাকায় ১৮ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3286#। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৫৯৯ টাকায় ৪০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ৫৯৯ টাকায় ৪০ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3419#। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।

গ্রামীণফোন/জিপি সিমে ১০৪৯ টাকায় ২৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১০৪৯ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3317#। এই অফারটির মেয়াদ থাকবে আনলিমিটেড ( ১০ মার্চ ২০৩৯)।
গ্রামীণফোন/জিপি সিমে ১৬৪৯ টাকায় ৫০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ১৬৪৯ টাকায় ৫০ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3318#। এই অফারটির মেয়াদ থাকবে আনলিমিটেড ( ১০ মার্চ ২০৩৯)।
গ্রামীণফোন/জিপি সিমে ২১৪৯ টাকায় ৭৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৫ (New Offer)
গ্রামীণফোন/জিপি সিমে ২১৪৯ টাকায় ৭৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3319#। এই অফারটির মেয়াদ থাকবে আনলিমিটেড ( ১০ মার্চ ২০৩৯)।
আরও পড়ুন:
- সব সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম ও উপায়
- সকল সিমের নাম্বার দেখার কোড ও সহজ নিয়ম
- জিপি মিনিট অফার ২০২৫ | জিপি সিমে মিনিট কেনার নিয়ম
- রবি মিনিট অফার ২০২৫ | রবি সিমে মিনিট কেনার নিয়ম
- এয়ারটেল মিনিট অফার ২০২৫ | এয়ারটেল সিমে মিনিট কেনার নিয়ম
- বাংলালিংক মিনিট অফার ২০২৫ | বাংলালিংক সিমে মিনিট কেনার নিয়ম
- এয়ারটেল ইন্টারনেট অফার ২০২৫ | এয়ারটেল সিমে এমবি কেনার নিয়ম
- রবি ইন্টারনেট অফার ২০২৫ | রবি সিমে এমবি কেনার নিয়ম
এক নজরে গ্রামীণফোন/জিপি সিমের সকল ইন্টারনেট অফার ২০২৫
এক নজরে গ্রামীণফোন/জিপি সিমের সকল ইন্টারনেট অফার ২০২৪ টেবিল আকারে নিচে দেওয়া হয়েছে।
|
এক নজরে গ্রামীণফোন/জিপি সিমের সকল ইন্টারনেট অফার ২০২৫ |
||||
| নম্বর | টাকা | এমবি (MB) | সক্রিয়করণ কোড | মেয়াদ |
| ১ | ২.৭৪ | ৫ MB | *121*3002# | ৩ দিন |
| ২ | ২৮ | ১ জিবি | *121*3128# | ১ দিন |
| ৩ | ৩৭ | ৫০০ MB | *121*3083# | ৩ দিন |
| ৪ | ১৮ | ১ জিবি | *121*3234# | ৮ ঘণ্টা |
| ৫ | ২১ | ১ জিবি | *121*5097# | ৭ দিন |
| ৬ | ২৭ | ১ জিবি | *121*5037# বা *121*5299# | ৭ দিন |
| ৭ | ৩৮ | ২ জিবি (বোনাস সহ) | *121*3238# | ১ দিন |
| ৮ | ৩৮ | ১ জিবি (৫১২ + ৫১২ 4G) | *121*3366# | ৩ দিন |
| ৯ | ৮৪ | ৫ জিবি | *121*3100# | ৩ দিন |
| ১০ | ৫৬ | ৪ জিবি | *121*3056# | ১ দিন |
| ১১ | ১১৫ | ৮ জিবি | *121*5072# | ৩০ দিন |
| ১২ | ৩০০ | ২৫ জিবি | *121*5145# | ৩০ দিন |
| ১৩ | ৯৮ | ৪ জিবি | মাই জিপি অ্যাপ বা ওয়েবসাইট | ৩ দিন |
| ১৪ | ২৯৮ | ১০ জিবি | *121*3297# | ৩০ দিন |
| ১৫ | ২৮৯ | ৪০ জিবি | মাই জিপি অ্যাপ বা ওয়েবসাইট | ৭ দিন |
| ১৬ | ৪৯৯ | ২৫ জিবি | *121*3499# | ৩০ দিন |
| ১৭ | ৬৯৯ | ৭০ জিবি | *121*3649# | ৩০ দিন |
| ১৮ | ৭৯৮ | ১২০ জিবি | *121*3798# | ৩০ দিন |
| ১৯ | ৬৯ | ২ জিবি (বোনাস সহ) | *121*3969# | ৩ দিন |
| ২০ | ১১৮ | ১২ জিবি | *121*3188# | ৩ দিন |
| ২১ | ১০৮ | ৬ জিবি | *121*3908# | ৩ দিন |
| ২২ | ২৪৯ | ৫০ জিবি | *121*3249# | ৭ দিন |
| ২৩ | ৩৯৯ | ১৫ জিবি | *121*3370# | ৩০ দিন |
| ২৪ | ১৬৯ | ৮ জিবি | মাই জিপি অ্যাপ বা ওয়েবসাইট | ৭ দিন |
| ২৫ | ১৯৯ | ৫ জিবি | *121*3199# | ৩০ দিন |
| ২৬ | ২১৯ | ২৫ জিবি | *121*3229# | ৭ দিন |
| ২৭ | ১২৯ | ৫ জিবি | *121*3129# | ৭ দিন |
| ২৮ | ১৯৮ | ১৮ জিবি | *121*3286# | ৭ দিন |
| ২৯ | ৫৯৯ | ৪০ জিবি | *121*3419# | ৩০ দিন |
| ৩০ | ১০৪৯ | ২৫ জিবি | *121*3317# | আনলিমিটেড |
| ৩১ | ১৬৪৯ | ৫০ জিবি | *121*3318# | আনলিমিটেড |
| ৩২ | ২১৪৯ | ৭৫ জিবি | *121*3319# | আনলিমিটেড |
বোনাস টিপস: এই সমস্ত জিপি ইন্টারনেট অফার ছাড়াও আরও ভালো ভালো অফার পাওয়া যায়। তবে তা সবাই নিতে পারবে না। এর চেয়েও ভালো জিপি এমবি অফার পাওয়ার জন্য আপনার জিপি সিমের মেসেজ অপশন অথবা মাই জিপি (My GP) অ্যাপ এ ‘My Offers’ অপশনে ভিজিট করুন।
পরিশেষে, এই ‘জিপি ইন্টারনেট অফার ২০২৫ | জিপি সিমে এমবি কেনার নিয়ম’ আর্টিকেলটি লেখার উদ্দেশ্য হলো আপনাদের সামনে জিপি সিমের এমবি অফার গুলো তুলে ধরা। আশাকরি আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।


