আপনি যদি অনার্সে সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তবে আপনার অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা বা নাম গুলো কি কি তা জানা জরুরী।
সেজন্য আজকের আর্টিকেলে আমরা ‘অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ নিয়ে হাজির হয়েছি।
অনার্স ২য় বর্ষে সমাজ বিজ্ঞান বিভাগে আপনাকে সর্বমোট ৭টি বই পড়তে হবে।
এই আর্টিকেলে আপনারা অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নামের তালিকা বিষয় কোড সহ দেখতে পারবেন।
অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
|
অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ |
||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | প্রারম্ভিক নৃ-বিজ্ঞান | ২২২০০১ |
| ২ | দ্রুপদী সমাজচিন্তা | ২২২০০৩ |
| ৩ | সামাজিক পরিসংখ্যান | ২২২০০৫ |
| ৪ | গবেষণা পদ্ধতি | ২২২০০৭ |
অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
| অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ | ||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | বাংলাদেশের অর্থনীতি | ২২২২০৯ |
| ২ | রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা | ২২১৯০৯ |
অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
| অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫ | ||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | ইংরেজি | ২২১১০৯ |
আপনি যদি মেজর, নন মেজর, কম্পলসারি সাবজেক্ট এসব বিষয়ে না বুঝে থাকেন তবে এই ‘অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি পড়তে পারেন।
আরও পড়ুন:
- সুশীল সমাজ কাকে বলে? | সুশীল সমাজের সংজ্ঞা দাও
- সমাজ কাঠামো কাকে বলে?
- সামাজিক মূল্যবোধ কাকে বলে?
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ৮টি কারণ
- জাতি-বর্ণ প্রথা কাকে বলে?
- জাতি-বর্ণ ব্যবস্থা কাকে বলে? | জাতি-বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি?
পরিশেষে, আশাকরি এই ‘অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।

![ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ম ২০২৫ [নিয়ম, নিয়ত, তাকবীর]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/02/www.trickbdblog.com-12.webp)
