আপনি যদি অনার্সে সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তবে আপনার অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা বা নাম গুলো কি কি তা জানা জরুরী।
সেজন্য আজকের আর্টিকেলে আমরা ‘অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ নিয়ে হাজির হয়েছি।
এই আর্টিকেলে আপনারা অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও ছবি সহ দেখতে পারবেন।
মেজর ও নন মেজর সাবজেক্ট মানে কি?
যে কোনো বিষয়ে অনার্স করতে গেলে আপনাকে তিন ধরনের সাবজেক্ট পড়তে হয়। যথা:
- মেজর সাবজেক্ট (Major Subject)
- নন মেজর সাবজেক্ট (Non Major Subject)
- কম্পলসারি সাবজেক্ট (Compulsory Subject)
মেজর সাবজেক্ট: আপনি অনার্সে যে বিভাগে ভর্তি হবেন সেই বিভাগেরই নির্দিষ্ট কিছু বই রয়েছে। উদাহরণস্বরূপ: আপনি সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। এই সমাজবিজ্ঞান বিভাগের কিন্তু কিছু নির্দিষ্ট বই রয়েছে। এই বইগুলোকেই বলা হয় মেজর সাবজেক্ট।
নন মেজর সাবজেক্ট: আপনি যে বিভাগে ভর্তি হয়েছেন সেই বিভাগের নির্দিষ্ট বইগুলো ছাড়া আরও অন্যান্য যেসব বই পড়তে হয় সেগুলোকেই মূলত নন মেজর সাবজেক্ট বা বিষয় বলা হয়।
কম্পলসারি সাবজেক্ট: সব বিভাগেই এমন কিছু একটা সাবজেক্ট বা বিষয় থাকে যেটা আপনাকে পড়তেই হবে। আর এই বাধ্যতামূলক সাবজেক্ট গুলোকেই কম্পলসারি সাবজেক্ট বলা হয়। যেমন: ইংরেজি।
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
|
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ |
||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | সামাজিক সমস্যা | ২১২০০৭ |
| ২ | সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা | ২১২০০৩ |
| ৩ | প্রারম্ভিক সমাজবিজ্ঞান | ২১২০০১ |
| ৪ | রাজনৈতিক সমাজবিজ্ঞান | ২১২০০৫ |
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
| অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ | ||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | রাজনৈতিক তত্ত্ব পরিচিতি | ২১১৯০৯ |
| ২ | অর্থনীতির মৌলনীতি | ২১২২০৯ |
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
| অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫ | ||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | ২১১৫০১ |
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের ছবি
নিচে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের ছবি দেওয়া হলো:
১. সামাজিক সমস্যা

২. সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা

৩. প্রারম্ভিক সমাজবিজ্ঞান

৪. রাজনৈতিক সমাজবিজ্ঞান

৫. রাজনৈতিক তত্ত্ব পরিচিতি

৬. অর্থনীতির মৌলনীতি

৭. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

আরও পড়ুন:
- সুশীল সমাজ কাকে বলে? | সুশীল সমাজের সংজ্ঞা দাও
- সমাজ কাঠামো কাকে বলে?
- সামাজিক মূল্যবোধ কাকে বলে?
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ৮টি কারণ
- জাতি-বর্ণ প্রথা কাকে বলে?
- জাতি-বর্ণ ব্যবস্থা কাকে বলে? | জাতি-বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি?
পরিশেষে, আশাকরি এই ‘অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।

![মোবাইল দিয়ে সঠিক ভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [ছবি সহ সাথে ৫০ টাকা বোনাস]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_42-1.png)
