আপনি যদি অনার্সে এবার বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তবে আপনার অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা বা নাম গুলো কি কি তা জানা জরুরী।
সেজন্য আজকের আর্টিকেলে আমরা ‘অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ নিয়ে হাজির হয়েছি।
অনার্স ১ম বর্ষে বাংলা বিভাগে আপনাকে সর্বমোট ৬টি বই পড়তে হবে।
এই আর্টিকেলে আপনারা অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের নামের তালিকা বিষয় কোড সহ দেখতে পারবেন।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
|
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ |
||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত) |
২১১০০১ |
| ২ | বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা | ২১১০০৩ |
| ৩ | বাংলা কবিতা – ১ | ২১১০০৫ |
| ৪ | বাংলা উপন্যাস -১ | ২১১০০৭ |
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫
অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের জন্য তিনটি নন মেজর সাবজেক্ট রয়েছে। যার মধ্যে আপনার পছন্দ মতোন একটি সাবজেক্ট নিতে হবে।
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
| অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের নন মেজর বইয়ের নামের তালিকা ২০২৫ | ||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | সমাজবিজ্ঞান পরিচিতি | ২১২০০৯ |
| ২ | সমাজকর্ম পরিচিতি | ২১২১১১ |
| ৩ | রাজনৈতিক তত্ত্ব পরিচিতি | ২১১৯০৯ |
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫
আমরা নিচে টেবিল আঁকারে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫ দেখবো।
| অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের কম্পলসারি বইয়ের নামের তালিকা ২০২৫ | ||
| ক্রমিং নং | বইয়ের নাম | বিষয় কোড |
| ১ | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | ২১১৫০১ |
আপনি যদি মেজর, নন মেজর, কম্পলসারি সাবজেক্ট এসব বিষয়ে না বুঝে থাকেন তবে এই ‘অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি পড়তে পারেন।
আরও পড়ুন:
- অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫
- অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫
- অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৫
পরিশেষে, আশাকরি এই ‘অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা ২০২৫’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে।
![মোবাইল দিয়ে রকেট একাউন্ট খোলার সঠিক নিয়ম [ছবি সহ সাথে ২৫ টাকা বোনাস]](https://trickbdblog.com/wp-content/uploads/2023/07/Screenshot_88.png)

