গ্রামীণফোনের Limitless Internet প্যাকেজ গুলো কি কি? | সুবিধা ও অসুবিধা

Join Telegram Channel

ইন্টারনেট প্যাকেজ Limitless হলেও বেঁধে দেওয়া হয়েছে অনেকগুলো নিয়ম। বাংলাদেশের বড় টেলিকোম কোম্পানি গুলোর একটি হচ্ছে গ্রামীণফোন। সম্প্রতি তারা ’লিমিটলেস ইন্টারনেট সেবা (Limitless Internet Service)’ দিতে শুরু করেছে। সেখানে দাম ভেদে বিভিন্ন ধরনের লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ রয়েছে। এবং এই প্যাকেজ গুলো ব্যবহার করার যেমন সুবিধা রয়েছে তেমন বেশ কিছু অসুবিধেও রয়েছে যা আপনার জানা প্রয়োজন।

সেজন্য আমাদের আজকের আলোচনা টপিক হচ্ছে গ্রামীণফোনের Limitless Internet প্যাকেজ গুলো কি কি? এবং এইসব প্যাকেজ গুলোর সুবিধা ও অসুবিধা গুলো কি কি?

 

গ্রামীণফোনের Limitless Internet প্যাকেজ গুলো কি কি?

 

গ্রামীণফোন বা জিপি সিমের লিমিটলেস ইন্টারনেট প্যাকেজগুলো দাম বা মূল্য ভেদে কয়েক প্রকার করা হয়েছে।

প্যাকেজ গুলোতে দাম, এমবিপিএস ও মেয়াদের তারতম্য রয়েছে।

 

গ্রামীণফোনের সকল Limitless Internet প্যাকেজ গুলো নিচে টেবিল আঁকারে দেওয়া হলো:

 

 

জিপি লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ

ক্রমিক নং ইন্টারনেট MBPS দাম মেয়াদ সক্রিয়করণ কোড
আনলিমিটেড ৭৪৯ টাকা ৩০ দিন *121*3228#
আনলিমিটেড ১০ ২৬৯ টাকা ৭ দিন *121*3298#
আনলিমিটেড ১০ ৮৯৯ টাকা ৩০ দিন *121*3888#
আনলিমিটেড ১৫ ৯৯৮ টাকা ৩০ দিন *121*3999#

 

উপরোক্ত প্যাকেজ ‍গুলোই বর্তমানে জিপি Limitless Internet প্যাকেজ হিসেবে চালু রয়েছে।

 

জিপি Limitless Internet ব্যবহার করার সুবিধা কি কি?

 

জিপি Limitless Internet ব্যবহারের সুবিধা:

১. জিপি বা গ্রামীণফোন এর এই লিমিটলেস ইন্টারনেট ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার ইন্টারনেট বা এমবি শেষ হয়ে যাওয়ার চিন্তা থাকবে না।

২. আপনি ৭ দিন বা ৩০ দিন মেয়াদি যে প্যাকেজই নিবেন ততদিন পর্যন্ত নিশ্চিন্তে আললিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

৩. আপনার বেশি গতির ইন্টারনেট প্রয়োজন হলে আপনি বেশি এমবিপিএস (MBPS) এর Limitless Internet প্যাকেজ কিনতে পারবেন সেই সুবিধাও রয়েছে এখানে। যথা: 5 MBPS, 10 MBPS, 15MBPS।

 

জিপি Limitless Internet ব্যবহার করার অসুবিধা কি কি?

 

গ্রামীণফোন বা জিপি সিমের Limitless Internet ব্যবহার করার যেমন সুবিধা রয়েছে তেমন বেশ কিছু অসুবিধাও রয়েছে। জিপি Limitless Internet প্যাকেজ কেনার পূর্বে এই প্যাকেজের অসুবিধা গুলো সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

জিপি Limitless Internet ব্যবহারের অসুবিধা:

১. আপনি যদি একটি Limitless Internet প্যাকেজ কিনে থাকেন এবং সেটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অন্য Limitless Internet প্যাকেজ কিনেন তাহলে আপনার পূর্বের প্যাকেজটি বন্ধ হয়ে যাবে।

২. জিপি Limitless Internet প্যাকেজ আপনি আপনার ফোনের হটস্পট চালু করে অন্য ফোনে চালাতে পারবেন না। আপনি Limitless Internet প্যাকেজ কিনে যদি ভেবে থাকেন যে আপনার ফোনের হটস্পট (Hotspot) আরও অন্যান্য ফোনে কানেক্ট করে চালাবেন তাহলে সেই চিন্তা বাদ দেন।

৩. আপনি যদি ভেবে থাকেন যে বেশি MBPS এর Limitless Internet প্যাকেজ কিনে বড় ফাইল, মুভি বা ভিডিও ডাউনলোড করে নিয়ে পরে দেখবো তাহলে সেই চিন্তাও বাদ দেন। কারণ আপনি 5 MBPS, 10 MBPS, 15MBPS যেই প্যাকেজই কিনেন না কেনো আপনি তা দিয়ে বড় কোনো ফাইল বা মুভি ডাউনলোড করতে পারবেন। এটা গ্রামীণফোনের রুলসে বলে দেওয়া হয়েছে।

৪. আপনি এই Limitless Internet প্যাকেজ দিয়ে নরমালি সব ব্যবহার করতে পারবেন। যেমন: ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের ভিডিও দেখা সহ বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেল পড়া ইত্যাদি।

 

আরও পড়ুন:

 

শেষ কথা: আপনি যদি গ্রামীণফোন বা জিপি সিমের Limitless Internet প্যাকেজ কিনতে চান সেক্ষেত্রে প্রথমে জিপি Limitless Internet প্যাকেজের সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে জেনে নিবেন। তাহলে পরবর্তীতে আর কোনো ধরনের অভিযোগ থাকবে না।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment

error: Content is protected !!