নগদ হচ্ছে অনলাইনে টাকা লেনদেন করার একটি জনপ্রিয় মাধ্যম। এদেশের অধিকাংশ মানুষেরই নগদ একাউন্ট রয়েছে।
অনেক সময় বিভিন্ন কারণে অনেকেই নগদ একাউন্টের পিন ভুলে যায় এবং তারা জানেন না যে নগদ একাউন্টের পিন ভূলে গেলে কি করতে হবে বা করণীয় কি?
মূলত নগদ একাউন্টের পিন ভূল গেলে কি করতে হবে বা নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম কি এসব বিষয় নিয়েই এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে যে, কিভাবে নগদ একাউন্টের পিন রিসেট করব বা পরিবর্তন করব?
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
নগদ একাউন্টের পিন রিসেট করার জন্য কি কি কাগজপত্র লাগবে?
নগদ একাউন্টের পিন রিসেট করার জন্য আপনি যে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট তৈরি করেছেন সেই ভোটার আইডি কার্ডের নাম্বার ও জন্ম সাল জানতে হবে (আইডি কার্ডে যা দেওয়া রয়েছে)।
নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম
এবার আলোচনা করা যাক যে নগদ একাউন্টের পিন কিভাবে পরিবর্তন করবো?। নগদ একাউন্টের পিন রিসেট করার সকল নিয়ম নিচে ধাপে ধাপে দেখানো হলো।
নগদের পিন রিসেট করার নিয়ম:
ধাপ ০১: নগদের পিন রিসেট করার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *167#।
ধাপ ০২: আপনার সামনে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে ৮ নাম্বার অপশন অর্থাৎ, পিন রিসেট এই অপশনটিতে ক্লিক করবেন।

আরও পড়ুন: মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার সঠিক নিয়ম
ধাপ ০৩: ‘পিন রিসেট’ অপশনে ক্লিক করলে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে আপনার সামনে।

এখান থেকে আপনি ১ নম্বরে থাকা ‘Forgot PIN’ এই অপশনে ক্লিক করবেন।
ধাপ ০৪: Forgot PIN অপশনে ক্লিক করলে আপনার নিচের ছবিটির মতোন আরেকটি ইন্টারফেস আসবে।

এখানে আপনি যে ভোটার আইডি কার্ডটি দিয়ে আপনার নগদ একাউন্ট তৈরি করেছিলেন সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। তারপর ‘Send’ বাটনে ক্লিক করবেন।
এবার আপনাকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম সালটি দিতে হবে।

তারপর ‘সেন্ড’ বাটনে ক্লিক করবেন।
ধাপ ০৫:

এবার আপনাকে বলছে যে আপনি কি বিগত ৯০ দিনের ভিতর কোন লেনদেন করেছেন? করলে ১ লিখে ‘সেন্ড’ বাটনে ক্লিক করতে হবে।
তারপর বলবে যে আপনি কি লেনদেন করেছিলেন।

আমি মোবাইল রিচার্জ করেছি তাই ৩ লিখে ‘সেন্ড’ বাটনে ক্লিক করলাম।
এবার আমাকে জিজ্ঞেস করছে যে আমি কত টাকা রিচার্জ করেছি।

আমি যত টাকা রিচার্জ করেছি সে পরিমাণটা লিখে ‘সেন্ড’ বাটনে ক্লিক করলাম।
ধাপ ০৬: সবকিছু ঠিকঠাক থাকলে আপনার সামনে নিচের ছবিটির মতোন একটি ইন্টারফেস আসবে এবং সেখানে লেখা থাকবে যে আপনার ফোনে একটি কনফারমেশন মেসেজ যাবে।

মেসেজ দেখতে নিচের ছবিটির মতোন হবে।

এখানে বলছে যে আপনার পিন রিসেট রিকুয়েস্ট সফল হয়েছে। নতুন পিন সেট করার জন্য পুনরায় *167# ডায়াল করতে হবে।
ধাপ ০৭: ডায়াল প্যাড থেকে *167# ডায়াল করার পর আপনার সামনে নতুন পিন সেট করার অপশন আসবে।

এখানে ৪ সংখ্যার একটি নতুন পিন দিয়ে ‘সেন্ড’ বাটনে ক্লিক করুন।
আপনাকে পুনরায় নতুন পিনটি দিতে বলবে, দিয়ে কনফার্ম করলেই আপনার নগদ একাউন্টের পিন সফলভাবে রিসেট হয়ে যাবে।
পরিশেষে, এই আর্টিকেলে আমি সবচেয়ে সহজে নগদের পিন রিসেট করার নিয়ম আপনাদের ছবি সহ ধাপে ধাপে দেখালাম। আপনি এই ধাপগুলো সঠিকভাবে পালন করতে পারলে আপনার নগদ একাউন্টের পিনও রিসেট হয়ে যাবে।
 
			 
    


আমার লেনদেন অমনে নাই এখদ কিভাবে পিন রিসেট করবো
আপনার প্রশ্নটি বুঝতে পারি নাই, অনুগ্রহ করে একটু পরিষ্কার করে বলবেন কি সমস্যা?
আমার লেনদেন নেই।মোবাইল রিচার্জ,ক্যাশ আউট, সেন্ড মানি,বিল পে।কোন লেন নেই।কিভাবে রিসেট করব?