বিভিন্ন দালাল, ব্রিজ এসব তৈরির জন্য প্রয়োজন হয় রডের। বাংলাদেশে বিভিন্ন রড কোম্পানি রয়েছে। যেমন: BSRM ,KSRM, AKS, GPH ইত্যাদি। এবং কোম্পানি ভেদে প্রতি কেজি রডের দামরেও রয়েছে পার্থক্য।
আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশে রডের আজকের দাম কত টাকা ২০২৫। সেজন্যই মূলত এই আর্টিকেলটি লেখা।
এই আর্টিকেলটির মাধ্যমে আজ আপনি যা জানতে পারবেন তা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন রডের আজকের দাম কত টাকা ২০২৫, বিভিন্ন কোম্পানির রডের ভিতর দামের পার্থক্য কত টাক ২০২৫, কোন কোম্পানির রড গুলো ভালো ইত্যাদি।
তাই আর দেরী না করে চলুন মূল আলোচনায় শুরু করা যাক।
বিএসআরএম রডের (BSRM ROD) আজকের দাম কত টাকা ২০২৫
BSRM এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Steel Re-Rolling Mills Ltd. ।
বিএসআরএম রড বাংলাদেশের ভালো মানের রডের মধ্যে অন্যতম। BSRM রড ব্যবহারের অনেক সুবিধা রয়েছে যেমন: এই রড অনেক টিকসই ও এই রড দিয়ে ইতমধ্যে অনেক ব্রিজ, দালাল তৈরি করা হয়েছে।
যেহেতু বিএসআরএম রড ভালো মানের তাই এই রডের দামও তুলনামূলক অন্যান্য কোম্পানি গুলোর থেকে একটু বেশি।
নিচে বিভিন্ন পরিমাণের বিএসআরএম রডের আজকের দাম দেওয়া হলো:
| বিএসআরএম রডের আজকের দাম কত টাকা ২০২৫ | |
| পরিমাণ | টাকা |
| ১ কেজি | ৯৪ |
| ৫ কেজি | ৪৭০ |
| ১০ কেজি | ৯৪০ |
| ১০০ কেজি | ৯,৪০০ |
| ১ টন | ৯৪,০০০ |
আরও পড়ুন: মিনিকেট চালের আজকের দাম কত টাকা ২০২৫
কেএসআরএম রডের (KSRM ROD) আজকের দাম কত টাকা ২০২৫
KSRM এর পূর্ণরূপ হচ্ছে Kabir Steel Re-Rolling Mills Ltd. ।
বিভিন্ন রড কোম্পানির ভিতর KSRM রডও অনেক ভালো রড। এর গুণগত মানও ভালো। তবে বিএসআরএম রডের থেকে কেএসআরএম রডের দাম তুলনামূলক কিছুটা কম।
পরিমাণ অনুযায়ী কেএসআরএম রডের আজকের দাম নিচে দেওয়া হলো:
| কেএসআরএম রডের আজকের দাম কত টাকা ২০২৫ | |
| পরিমাণ | টাকা |
| ১ কেজি | ৯১ |
| ৫ কেজি | ৪৫৫ |
| ১০ কেজি | ৯১০ |
| ১০০ কেজি | ৯,১০০ |
| ১ টন | ৯১,০০০ |
জিপিএইচ ইস্পাত (GPH ISPAT) রডের আজকের দাম কত টাকা ২০২৫
GPH এর পূর্ণরূপ হচ্ছে God Fearing, Plain Living and High Thinking ।
পরিমাণ অনুযায়ী জিপিএইচ ইস্পাত রডের আজকের দাম নিচে দেওয়া হলো:
| জিপিএইচ ইস্পাত রডের আজকের দাম কত টাকা ২০২৫ | |
| পরিমাণ | টাকা |
| ১ কেজি | ৮৬.৫ |
| ৫ কেজি | ৪৩২.৫ |
| ১০ কেজি | ৮৬৫ |
| ১০০ কেজি | ৮,৬৫০ |
| ১ টন | ৮৬,৫০০ |
একেএস রডের (AKS ROD) আজকের দাম কত টাকা ২০২৫
AKS এর পূর্ণরূপ হচ্ছে Abul Khair Steel ।
পরিমাণ অনুযায়ী একেএস রডের আজকের দাম নিচে দেওয়া হলো:
| কেএসআরএম রডের আজকের দাম কত টাকা ২০২৫ | |
| পরিমাণ | টাকা |
| ১ কেজি | ৯০ – ৯২ |
| ৫ কেজি | ৪৫০ – ৪৬০ |
| ১০ কেজি | ৯০০ – ৯২০ |
| ১০০ কেজি | ৯০০০ – ৯,২০০ |
| ১ টন | ৯০,০০০ – ৯২,০০০ |
এক নজরে সকল রডের আজকের দাম ২০২৫
উপরে যেসব রড সম্পর্কে আলোচনা করা হয়েছে এসব বাদেও বাংলাদেশে আরও বিভিন্ন কোম্পানির রড পাওয়া যায়।
সেজন্য নিচে এক নজরে সকল রডের আজকের দাম কত টাকা ২০২৫ তা দেখে নিব।
| এক নজরে সকল রডের আজকের দাম কত টাকা ২০২৫ | BANGLADESH ROD PRICE TODAY |
|||
| নম্বর | নাম | পরিমাণ | টাকা |
| ১ | বিএসআরএম (BSRM) | ১ টন | ৯৪,০০০ |
| ২ | প্রাইম স্টীল (PRIME STEEL) | ১ টন | ৮০,৮০০ |
| ৩ | কিং স্টীল (KING STEEL) | ১ টন | ৮৮,০০০ |
| ৪ | এইচআরআরএম স্টীল (HRRM STEEL) | ১ টন | ৮৫,০০০ |
| ৫ | পিএইচপি (PHP) | ১ টন | ৮৫,৫০০ |
| ৬ | এসএস স্টীল (SS STEEL) | ১ টন | ৮১,৫০০ |
| ৭ | আরআরএম (RRM) | ১ টন | ৮৭,০০০ |
| ৮ | বাইজিদ স্টীল (BAIZID STEEL) | ১ টন | ৮৫,৫০০ |
| ৯ | রানী স্টীল (RANI STEEL) | ১ টন | ৮৪,৫০০ |
| ১০ | একেএস (AKS) | ১ টন | ৯০,০০০ – ৯২,০০০ |
| ১১ | পিএসআরএম (PSRM) | ১ টন | ৮৪,০০০ |
| ১২ | কেএসআরএম (KSRM) | ১ টন | ৯১,০০০ |
| ১৩ | কেএসএমএল (KSML) | ১ টন | ৮৮,০০০ |
| ১৪ | ভিএসএল (VSL) | ১ টন | ৮১,০০০ |
| ১৫ | জিপিএইচ ইস্পাত (GPH ISPAT) | ১ টন | ৮৬,৫০০ |
| ১৬ | আরএসআরএম (RSRM) | ১ টন | ৮৫,০০০ |
| ১৭ | জেডএসআরএম (ZSRM) | ১ টন | ৮৬,৫০০ |
| ১৮ | রহিম স্টীল (ROHIM STEEL) | ১ টন | ৮২,৫০০ |
| ১৯ | আনোয়ার ইস্পাত (ANWAR ISPAT) | ১ টন | ৮৩,০০০ |
| ২০ | বিএসআই স্টীল (BSI STEEL) | ১ টন | ৮০,০০০ |
| ২১ | সিএসআরএম স্টীল (CSRM STEEL) | ১ টন | ৮৩,০০০ |
| ২২ | সুমা স্টীল (SUMA STEEL) | ১ টন | ৮১,০০০ |
| ২৩ | এমএসডব্লিউ স্টীল (MSW STEEL) | ১ টন | ৮১,০০০ |
| ২৪ | গোল্ডেন স্টীল (GOLDEN STEEL) | ১ টন | ৮১,৫০০ |
| ২৫ | আরআইসিএল স্টীল (RICL STEEL) | ১ টন | ৮১,০০০ |
| ২৬ | ঢাকা স্টীল (DHAKA STEEL) | ১ টন | ৮১,০০০ |
| ২৭ | এসসিআরএম স্টীল (SCRM STEEL) | ১ টন | ৮১,৫০০ |
রডের দাম কেন বাড়ে?
রড দাম বাড়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে প্রধান যে কারণে রডের দাম বাড়ে সেটি হচ্ছে, রড তৈরি করার জন্য যে কাঁচামাল প্রয়োজন হয় তা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়।
আর বাইরের দেশ থেকে কোন কিছু আমদানি করার জন্য ডোলার ব্যবহার করা হয়। আগে ৮৪ টাকাতেই ১ ডোলার পাওয়া যেত, সে যায়গায় বর্তমানে ১ ডোলারের দাম বাংলাদেশী টাকায় হচ্ছে ১০৯.৭৪ টাকা। খোলা বাজারে ডোলারের দাম এর থেকেও বেশি।
সুতরাং, ডোলার বেশি টাকায় নেওয়ার জন্য রড তৈরির কাঁচামাল আমদানি করতেও বেশি টাকা খরচ হয়ে যায়। সেজন্যই মূলত রড কোম্পানি গুলো রডের দাম বাড়িয়ে থাকে।
রডের দাম কমবে কবে ২০২৫?
রডের দাম কবে কমবে এটি কেউই সঠিক ভাবে বলতে পারবে না। রডের দাম কমা নির্ভর করছে ডোলারের দামের উপর।
যদি ডোলারের দাম কমে। কোম্পানি গুলো যদি কম দামে রড তৈরির কাঁচামাল আমদানি করতে পারে। তবে আশা করা যায় ডে রডের দাম কমবে।
অন্যথায়, রডের দাম কমার কোনো সম্ভবনা তো নেই বরং এভাবে ডোলারের দাম বাড়লে রডের দাম আরও বাড়তে পারে।
বি:দ্র: রড কিনতে গেলে অবশ্যই দাম শুনে দাম করে রড কিনবেন। কারণ রডের বিভিন্ন যায়গায় রডের দাম ভিন্ন হতে পারে বা দাম কমা বাড়া করতে পারে।
পরিশেষে, এই আর্টিকেলে ’বাংলাদেশে রডের আজকের দাম কত টাকা ২০২৫’ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে, এখানে উল্লেখ করা রডের দাম যে সবসময় একই থাকবে এমনটা নয়। রডে কেনার সময় অবশ্যই দেখে শুনে দাম করে রড কিনবেন। আশাকরি এই আর্টিকেলটি একটু হলেও আপনার উপকারে এসেছে।


