টেলিটক হচ্ছে বাংলাদেশী একটি সিম কোম্পানি। আপনি যদি একজন টেলিটক সিমের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার কাছে যদি একটি বন্ধ টেলিটক সিম থাকে তাহলে আপনি সেই সিমটি চালু করে আকর্ষনীয় অফার লুফে নিতে পারবেন।
টেলিটক বন্ধ সিমে আপনি যেই অফার গুলো পাবেন সেই অফার গুলো আপনি টেলিটকের রেগুলার অফারের ভিতর পাবেন না।
তবে টেলিটক বন্ধ সিম অফার (Teletalk bondho sim offers) নিতে চাইলে কিছু শর্ত রয়েছে। সেই শর্তের সাথে আপনার সিমটির মিল থাকতে হবে।
টেলিটক বন্ধ সিম অফার নেওয়ার শর্ত সমূহ
টেলিটক বন্ধ সিম অফার নেওয়ার জন্য নিম্নোক্ত শর্তসমূহের মিল থাকতে হবে:
- প্রত্যেকে টেলিটক বন্ধ সিম অফার নেওয়ার সুযোগ পাবে না। যারা টেলিটকের নির্বাচিত গ্রাহক তারাই শুধু এই টেলিটক বন্ধ সিম অফারটি নিতে পারবে।
- বিটিআরসি’র সংঙ্গা অনুসারে, ‘যে সকল টেলিটক গ্রাহক বিগত ৯০ দিন বা এর চেয়েও বেশি সময় ধরে টেলিটক সিম দিয়ে কোনো প্রকার এসএমএস, ভয়েস বা ডাটা ব্যবহার কার্যক্রম করে নাই তারাই শুধু টেলিটক বন্ধ সিম অফারটি নিতে পারবে।’
- আপনার টেলিটক বন্ধ সিমটিতে অফার পাওয়া যাবে কিনা তা জানার জন্য বন্ধ টেলিটক সিমটি একটি মোবাইলে লাগিয়ে ডায়াল করুন *155#। আপনি টেলিটক বন্ধ সিম অফার অফার পাওয়ার যোগ্য হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনি কি কি অফার নিতে পারবেন সেটিও জানতে পারবেন।
- টেলিটক বন্ধ সিম অফারটি যতদিন চলমান থাকবে আপনি যত খুশি ততবারই আপনি এই অফারটি নিতে পারবেন।
- বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী, ’আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে একই প্যাকেজ একাধিক বার ক্রয় করেন তবে ডাটা ক্যারি ফরওয়ার্ড প্রযোজ্য হবে।
- সম্পুরক শুল্ক, ভ্যাট ও সারচার্য আপনার অফারের মূল্য থাকবে তাতেই অন্তর্ভূক্ত করা থাকবে।
- এই টেলিটক বন্ধ সিম অফারটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।
টেলিটক বন্ধ সিম অফার কি কি?
টেলিটক বন্ধ সিমে যেসব অফার পাওয়া যায় তা নিচে টেবিল আঁকারে দেওয়া হলো:
|
টেলিটক বন্ধ সিম অফার ২০২৫ | Teletalk bondho sim offer 30 Days |
||||
| ক্রমিং নং | বন্ধ সিম অফার | টাকা | কোড | মেয়াদ |
| ১ | ৭ জিবি এমবি | ৬১ | *111*1212# | ৩০ দিন |
| ২ | ৪ জিবি ও ৪৪ মিনিট | ৪৬ | *111*1213# | ৩০ দিন |
আরও পড়ুন:
- বাংলালিংক মিনিট অফার ২০২৫ | বাংলালিংক সিমে মিনিট কেনার নিয়ম
- রবি ইন্টারনেট অফার ২০২৫ | রবি সিমে এমবি কেনার নিয়ম
- জিপি কম্বো অফার ২০২৫ | GP combo pack 2025
- জিপি মিনিট অফার ২০২৫ | জিপি সিমে মিনিট কেনার নিয়ম
- এয়ারটেল বান্ডেল অফার ২০২৫ | Airtel Bundle Offers 2025
- বাংলালিংক বান্ডেল অফার ২০২৫ | Banglalink Bundle Offer Code
- বাংলাদেশে নতুন মোবাইলে ফ্রিতে এমবি (MB) নেওয়ার নিয়ম ২০২৫
পরিশেষে, আশাকরি এই ‘টেলিটক বন্ধ সিম অফার ২০২৫ | Teletalk bondho sim offers’ আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে এসেছে এবং এই অফার গুলোও আপনার পছন্দ হয়েছে।
সোর্স: টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট


![ঈদুল আযহার নামাজ পড়ার নিয়ম ২০২৫ [নিয়ম, নিয়ত, তাকবীর]](https://trickbdblog.com/wp-content/uploads/2024/04/Screenshot_210-1.webp)