চাকরি শব্দটির সাথে আমরা সেই ছোটবেলা থেকেই পরিচিত হয়ে বড় হই এবং অধিকাংশ ছাত্রছাত্রী মূলত এই একটি চাকরি পাওয়া বা করার উদ্দেশেই মূলত তাদের পড়াশোনা চালিয়ে যায়।
কিন্তু চাকরি ছাড়াও যে দুনিয়াতে আয় করার আরও অসংখ্য উপায় আছে সেদিকে আমরা কর্ণপাত করি না।
উদাহরণ স্বরূপ: ব্যাবসা।
চারকি হলো পরস্বাধীন, সেখানে বসের কথায় আপনাকে উঠবস করতে হবে।
আর ব্যাবসা নিজ স্বাধীন, এখানে আপনি নিজেই বস, আপনার কথাতেই মানুষকে উঠবস করতে হবে।
আয়ের কথা চিন্তা করলে আপনি যদি সঠিকভাবে ব্যাবসা করতে পারেন তাহলে চারকির বেতনের চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন।
বি:দ্র: ব্যাবসা মানে এখানে বাজারে ছোট একটি দোকান নিয়ে সেখানে শুধু দোকানদারি করাকে বোঝানো হয়নি, তাহলে মানুষ আপনাকে দোকানদার বলবে ব্যবসায়ী নয়। দোকানদারী করা ছাড়াও আরও অসংখ্য ব্যাবসা রয়েছে।
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং কাজ গুলো তরুণ-তরুণীদের বেশি আকর্ষণ করছে।
এই ফ্রিল্যান্সিং কাজ গুলোও নিজের স্বাধীনতায় আপনি করতে পারবেন, কারও কথায় আপনাকে উঠবস করতে হবে না।
তাছাড়া একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার যে পরিমাণ টাকা আয় করে তা যেমন তেমন পদের কোনো চাকরিজীবি কখনো কল্পনাও করতে পারবে না।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ফ্রিল্যান্সিং মূলত কি কাজ?
উত্তর: ফ্রিল্যান্সিং মূলত কোনো কাজ নয়, সহজ কথায় বললে অনলাইন থেকে আয় করার জন্য যেসব কাজ করা হয় সেইসব কাজ সমূহের একটি ডাকনাম হচ্ছে ফ্রিল্যান্সিং।
উদাহরণস্বরূপ: ব্লগিং, ইউটিউবিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেপলোপমেন্ট সহ আরও অনেক ফ্রিল্যান্সিং কাজ রয়েছে।
এগুলো নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলেই বিস্তারিত বুঝতে পারবেন।
আশাকরি এই আর্টিকেলটি পড়ার পরে চাকরি ছাড়া কি আয় করার কোনো উপায় আছে? এই পশ্নটির জবাব পেয়ে গেছেন।
আরও পড়ুন:
- নতুন ব্লগার হতে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত ২০২৪?
- ব্লগিং করতে হলে কী কী শিখতে হবে?
- ব্লগিংয়ে সফল হওয়ার ১০টি কার্যকরী উপায়
এ বিষয় নিয়ে আপনারি যদি আরও কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানাবেন।
ধন্যবাদ।


